বন্যায় ক্ষতিগ্রস্ত বসতবাড়ি মেরামতে ব্যস্ত বানভাসিরা

Looks like you've blocked notifications!
বেশির ভাগ বসতবাড়ির পানি নেমে যাওয়ায় বাড়িঘরে ফিরছে মানুষ। ছবি : এনটিভি

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমা অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। বেশির ভাগ বসতবাড়ির পানি নেমে যাওয়ায় বাড়িঘরে ফিরছে মানুষ। তারা ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত করতে ব্যস্ত হয়ে পড়েছে। তবে, স্যাঁতসেঁতে কাদামাটিতে বসবাস করায় দেখা দিচ্ছে পানিবাহিত নানা রোগ।

গত ২৪ ঘণ্টায় যমুনার পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ২৮ সেন্টিমিটার কমে আজ সোমবার সকালে বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক হাসানুর রহমান জানান, পানি কমা অব্যাহত থাকবে। বন্যাকবলিত চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বেশির ভাগ এলাকার পানি নেমে গেছে।

পানি কমতে থাকায় বসতবাড়ির পানি নেমে গেছে, বাড়ি ফিরছে মানুষ। কিন্তু, স্যাঁতসেঁতে কাদামাটির ওপর বসবাস করায় শিশুদের নানা পানিবাহিত রোগ দেখা দিচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত বসতবাড়ি মেরামত করতে ব্যস্ত সময় পার হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্তদের। এবার বন্যায় জেলার ৪১ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ১২ হাজার ৫০০ হেক্টর জমির বীজতলাসহ উঠতি ফসল নষ্ট হয়েছে। ফলে ক্ষতির মুখে পড়েছেন কৃষক। ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।