বন্য হাতির আক্রমণে পাহাড়ির মৃত্যু

Looks like you've blocked notifications!
লামা থানা। ছবি : সংগৃহীত

বান্দরবানে বন্য হাতির আক্রমণে এক পাহাড়ি মারা গেছেন। নিহতের নাম চিংথা থুই (৪৫)। তাঁর বাড়ি লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ফাদুবাগান পাড়া এলাকায়। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ফাদুবাদান পাড়া এলাকায় বন্য হাতির দল তাণ্ডব চালায়। এ সময় বন্য হাতির আক্রমণে গুরুতর আহত চিংথা থুইকে উদ্ধার করে স্থানীয়রা। পরে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ফাইতং ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, ‘বন্য হাতির একটা দল প্রায় সময় খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে। ফাইতং ও ফাসিয়াখালী দুটো ইউনিয়নের পাহাড়ি এলাকাগুলোতে সাত থেকে আটটি হাতি প্রায়ই ঘুরতে দেখা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, বন্য হাতির আক্রমণে পাহাড়ি জনগোষ্ঠীর এক জনের মৃত্যুর খবর পেয়েছি। নিহতের মৃতদেহ হাসপাতালে রয়েছে।