বরখাস্তের শাস্তি কমে বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত

Looks like you've blocked notifications!

অসদাচরণ করায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই কর্মচারীকে (এমএলএসএস) চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড কমিয়ে দুটি বার্ষিক বেতন বাড়ানোর সিদ্ধান্ত স্থগিতের লঘুদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দুই কর্মচারী হলেন মো. কামাল হোসেন ও সুমন সিংহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভাগীয় মামলায় এমএলএসএস মো. কামাল হোসেন ও সুমন সিংহের বিরুদ্ধে করা তদন্তে অসদাচারণের অভিযোগ প্রমাণিত হয়। পরে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে হাইকোর্ট বিভাগের ওই দুই কর্মচারী প্রশাসনের বহিষ্কারাদেশের বিরুদ্ধে আপিল করেন। ওই আপিলের শুনানি নিয়ে তাঁদের লঘুদণ্ড দেওয়ার আদেশ দেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

পরে ওই দুই কর্মচারীকে দেওয়া লঘুদণ্ডের আদেশ গ্রহণ করে তাঁদের চাকরিতে পুনর্বহাল এবং ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করা হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।