বরযাত্রী নিয়ে ডুবল নৌকা, কিশোরীর মৃত্যু
জামালপুরের ইসলামপুর উপজেলায় বরযাত্রী নিয়ে নৌকাডুবিতে বিদ্যুৎ আক্তার (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই গ্রামের আলভী (১০) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
মৃত বিদ্যুৎ চিনাডুলী ইউনিয়নের পূর্ব বামনা গ্রামের ফলটু মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চিনাডুলী ইউনিয়নের পূর্ব বামনা গ্রামের আলমগীরের বিয়ের অনুষ্ঠান ছিল মেলান্দহ উপজেলার খাসিমারা গ্রামে। বিয়ের অনুষ্ঠান শেষে বরাযাত্রী নিয়ে নৌকায় বাড়ি ফিরছিল তারা। পথে ইসলামপুর উপজেলার যমুনার শাখা নদীতে আগাড়ী ব্রিজের নিচে রাত ৮টার দিকে বরযাত্রীসহ ডুবে যায় নৌকাটি। বেশিরভাগ বরাযাত্রী সাঁতরে তীরে উঠলেও পানিতে ডুবে মারা যায় কিশোরী বিদ্যুৎ আক্তার। পানির তোড়ে ভেসে যায় দশ বছরের শিশু আলভী।
এছাড়া মজনু (৫৭) ও মাহফুজ (১৬) নামের দুইজনকে উদ্ধার করা হয়েছে। তারা ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশু আলভীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান জানান, নৌকাডুবির ঘটনায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। এক শিশু নিখোঁজ রয়েছে।উদ্ধারকৃত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা শঙ্কামুক্ত রয়েছে।