বরিশালে ইটের গুঁড়ায় তৈরি মরিচগুঁড়া, লাখ টাকা জরিমানা

Looks like you've blocked notifications!
বরিশালে ভেজাল মরিচের গুঁড়া তৈরি। ছবি : এনটিভি

কৃত্রিম রং ও ইটের গুঁড়া মিশিয়ে মরিচের গুঁড়া উৎপাদনের দায়ে বরিশালে এক প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ভেজাল এই পাঁচ মণ মরিচের গুঁড়া নষ্ট করা হয়েছে। আজ মঙ্গলবার বিএসটিআইয়ের উপপরিচালক মো. জাকির হোসেন মিয়া এ কথা জানিয়েছেন।

জরিমানা দেওয়া প্রতিষ্ঠান হলো- বরিশালের হাটখোলা মরিচপট্টির মেসার্স খান স্টোর।

উপপরিচালক মো. জাকির হোসেন মিয়া জানান, মঙ্গলবার বরিশাল জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় কার্যালয় যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ছিলেন বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার এম রকিবুল হাসান।

মো. জাকির হোসেন মিয়া জানান, ভ্রাম্যমাণ আদালত নগরীর হাটখোলা মরিচপট্টির মেসার্স খান স্টোরে অভিযান পরিচালনা করে। এ সময় হাতে-নাতে ধরা পড়ে কৃত্রিম রং ও ইটের গুঁড়া মিশিয়ে মরিচের গুঁড়া উৎপাদন। এ ছাড়া অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।