বরিশালে ইমাম লাঞ্ছনাকারী ইউপি চেয়ারম্যানসহ ৩ জন গ্রেপ্তার
উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার একটি মাদ্রাসার অফিস সহকারী ও মসজিদের ইমাম শহিদুল ইসলাম আলাউদ্দিনকে মারধর ও জুতার মালা পরিয়ে হেনস্তা করার ঘটনায় দরিচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোস্তফা রাঢ়ীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হক গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. নাঈমুল হক জানান, গতকাল সন্ধ্যা ৬টার দিকে মুলাদী পৌর এলাকা থেকে ওই ঘটনায় করা মামলার মূল অভিযুক্ত দরিচর খাজুরিয়া ইউপির চেয়ারম্যান মো. মোস্তফা রাঢ়ী ও সাবেক ইউপি সদস্য সাত্তার শিকদারকে গ্রেপ্তার করা হয়।
এর আগে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বজলু আকন নামের একজনকে গতকাল সকালে গ্রেপ্তারও করেছে পুলিশ। তিনি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান। পাশাপাশি বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এর আগে এ ঘটনায় থানায় মামলা করেন ভুক্তভোগী শহিদুল ইসলাম আলাউদ্দিন। মামলায় দরিচর খাজুরিয়া ইউপির চেয়ারম্যান মো. মোস্তফা রাঢ়ী, ইউপির ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য শহীদ দেওয়ান, সাবেক সদস্য ইউনুস বয়াতি ওরফে কামরুজ্জামান ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবদুস সাত্তার শিকদারসহ ১০ জনের নাম উল্লেখ করে আরো পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে সালিশের নামে গত বুধবার বিকেলে দরিচর খাজুরিয়া ইউপিতে নিয়ে স্থানীয় মাদ্রাসার অফিস সহকারী ও মসজিদের ইমাম শহিদুল ইসলাম আলাউদ্দিনকে মারধর ও জুতার মালা পরিয়ে হেনস্তা করা হয়। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় শুরু হয়। ওই ভিডিওতে ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা রাঢ়ী, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবদুস ছত্তার সিকদার এবং স্থানীয় চৌকিদারকে ওই ইমামের গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করার দৃশ্য রয়েছে।