বরিশালে এবার থ্রি হুইলার ধর্মঘটের ডাক!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/10/30/barishal-3-hoilae-news-pic.jpg)
মহাসড়কে চলাচলে বাধা দেওয়ায়ার প্রতিবাদে ৪ ও ৫ নভেম্বর বরিশালে ধর্মঘট ডেকেছে থ্রি হুইলার শ্রমিক ইউনিয়ন। ছবি : সংগৃহীত
বরিশালে এবার মহাসড়কে চলাচলে বাধা দেওয়ায়ার প্রতিবাদে ৪ ও ৫ নভেম্বর ধর্মঘট ডেকেছে থ্রি হুইলার শ্রমিক ইউনিয়ন। বিষয়টি নিশ্চিত করেছেন থ্রি হুইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিমল দাস।
বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশের আগের দিন থেকে শুরু হবে এই ধর্মঘট। এর আগে একই সময়ে ধর্মঘট ডেকেছে বরিশালের দুই বাস মালিক সমিতি। তাদের দাবি মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ করা।
বাসের পর থ্রি হুইলার শ্রমিক ইউনিয়নেরও ধর্মঘটা ডাকা প্রসঙ্গে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘এর আগে খুলনা এবং রংপুরে বাস বন্ধ থাকলেও চলেছে থ্রি হুইলার। এবার বরিশালে তাও বন্ধ করা হলো। সমাবেশ ঠেকাতে সর্বশক্তি নিয়োগ করছে ক্ষমতাসীন দল। কিন্তু কোনো লাভ হবে না। বরিশালে সমুদ্রের ঢেউয়ের মতো মানুষ আসবে। জনস্রোতের প্লাবণ হবে ৫ নভেম্বরের গণসমাবেশে।’