বরিশালে চরমোনাইর মাহফিল ময়দানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

Looks like you've blocked notifications!
বরিশালে চরমোনাইয়ের মাহফিল ময়দান এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় অভিযান পরিচালনা করছে। ছবি : এনটিভি

বরিশালের চরমোনাইয়ের মাহফিল ময়দান এলাকায় সাত ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ শনিবার দুপুরে সদর মাহফিল ময়দান এলাকায় এ প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সাতটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বরিশাল নগরীতে চলমান টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়।

অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জাকির হোসেন, ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা, চরমোনাই মাহফিল কমিটির নেতারাসহ মেট্রোপলিটন পুলিশ ও ১০ এপিবিএন সদস্যরা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, জনস্বার্থে বাজার তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে।