বরিশালে নদীতে পড়ে শিশুর মৃত্যু
বরিশালের বাকেরগঞ্জের তুলাতলী নদীতে পড়ে তনয় দাস নামের চার বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত তনয় দাস বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নের তপু দাসের ছেলে।
স্থানীয়রা জানায়, আজ সকালে তনয় বাড়িতেই ছিল, কিছুক্ষণ পর তার আর কোনো খোঁজ না মিললে অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে বাড়ির পাশের তুলাতলী নদী থেকে ভাসমান অবস্থায় তনয়কে উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা।
পরে তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফারহানা ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন।