বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

Looks like you've blocked notifications!
নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি বরিশাল নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্ভোগে নগরবাসী। ছবি : এনটিভি

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে টানা চারদিনের বৃষ্টিতে বরিশালের অধিকাংশ নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে এ এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বরিশাল নগরীতে। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

বরিশাল আবহাওয়া অফিসের অবজারভার মাহফুজার রহমান জানান, সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাতাসের গতিবেগ ৮-১০ নটিক্যাল মাইল। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টিপাত আরও বাড়বে। তবে বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে। এছাড়া ২ থেকে ৪ ফুট উচ্চতায় পানি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া নদীবন্দরে ২ নম্বর বিপদ সংকেত আর সমুদ্রবন্দরে ৩ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে।

এদিকে নগরীর অধিকাংশ এলাকায় রাস্তাঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে দিন কাটাচ্ছে নগরবাসী। অন্যদিকে দক্ষিণাঞ্চলের ২৩টি নদীর মধ্যে প্রধান ১০টি নদীর পানি বেড়েছে বলে জানান বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম।