বরিশালে নিত্যপণ্যে দাম বৃ‌দ্ধির প্রতিবা‌দে সমা‌বেশ

Looks like you've blocked notifications!
বরিশালে গ্যাসের দাম কমানোসহ নিত্যপণ্যের মূল্য বৃ‌দ্ধির প্রতিবা‌দে গণসংহতি আন্দোলনের সমা‌বেশ। ছবি : এনটিভি

সিলিন্ডার গ্যাসের দাম কমানোসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। আজ শনিবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচির আয়োজন করে তারা।

সভাপতির বক্তব্যে সংগঠনের বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, ‘সপ্তাহের ব্যবধানে সিলিন্ডারজাত গ্যাসের দাম ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে চাল-ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছেই।’

মূলত বাজার তদারকি না থাকার সুযোগে ইচ্ছেমাফিক দাম নিচ্ছে ব্যবসায়ীরা। এ ক্ষত্রে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারে প্রতি আহ্বান জানান বক্তারা।