বরিশালে পুলিশি বাধায় পণ্ড স্বেচ্ছাসেবক দলের মিছিল
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।
সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মসিউর রহমান মঞ্জু, সহসভাপতি মতিউর রহমান মিঠু, আ. মোমেন কোটন, আরমান সিকদার নুন্না, যুগ্ম সম্পাদক রিয়াজ খান মিল্টন ও তারেক সোলাইমান, প্রচার সম্পাদক ডা. আনিস প্রমুখ।