বরিশালে মেয়রের সামনে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ

Looks like you've blocked notifications!
বরিশাল জেলা বাস মালিক গ্রুপ কমিটির নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠানে গতকাল শুক্রবার আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : এনটিভি

বরিশাল জেলা বাস মালিক গ্রুপ কমিটির নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সামনেই শুরু হয় হাতাহাতি। পরে দুপক্ষ জড়িয়ে পড়ে সংঘর্ষে।

গতকাল শুক্রবার রাতে নগরীর নথুল্লাবাদে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল ভবনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী বাসশ্রমিক রবিউল ও কাওছার বলেন, ‘বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা বাস মালিক গ্রুপের নব গঠিত কমিটির শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কমিটির প্রধান উপদেষ্টা বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ টার্মিনাল আসেন। পরে তিনি নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে টার্মিনাল ভবনের দ্বিতীয় তলায় সমিতির কার্যালয়ে যান। এর কিছুক্ষণ পরেই ইউপি চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লা মেয়র সাদিককে শুভেচ্ছা জানাতে বিশাল মিছিল নিয়ে টার্মিনাল ভবনে প্রবেশের চেষ্টা করেন। এ সময় মহানগর ও জেলা ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা লিটন মোল্লাকে আটকে দেয়। পরে দুপক্ষের হাতাহাতি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়ান তাঁরা।

এরপর বাস মালিক গ্রুপের কার্যালয় থেকে মেয়র নিচে নেমে এসে লিটন মোল্লাকে টার্মিনাল ভবনের বাইরে বের করে দেন। এ সময় মেয়রের অনুসারীরা লিটন মোল্লা ও তাঁর লোকজনকে মারধর করে।

এ বিষয়ে কামাল হোসেন লিটন মোল্লার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তাঁর অনুসারী জগলুল হায়দার বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের ওপর হামলা করা হয়েছে। এতে আমাদের বেশ কয়েকজন আহতও হয়েছেন।’

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, ‘সামান্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। পরে পরিস্থিতি শান্ত হয়েছে।’

মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যেই হোক না কেন, অন্যায় করলে প্রশ্রয় দেওয়া হবে না। আমার ভদ্রতা, সভ্যতাকে দুর্বলতা মনে করা ঠিক না। বরিশাল শহরে মারামারির রাজনীতি আমি করি না। চাঁদাবাজমুক্ত থাকবে বাস টার্মিনাল এলাকা।’

বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ কর্মকর্তা কমলেশ চন্দ্র হালদার বলেন, ‘বাস টার্মিনালে ঝামেলার কথা শুনেছি। কিন্তু কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, গোলাম মাসরেক বাবলুকে সভাপতি ও কিশোর কুমার দে-কে সাধারণ সম্পাদক করে সম্প্রতি বরিশাল জেলা বাস মালিক গ্রুপের কমিটি গঠন করা হয়। গতকাল রাতে এ কমিটির শপথবাক্য পাঠ করান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।