বরেণ্য অভিনেতা কে এস ফিরোজ আর নেই
দেশের বরেণ্য অভিনেতা কে এস ফিরোজ আর নেই। তিনি আজ বুধবার সকাল ৬টা ২০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ অভিনেতা স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কে এস ফিরোজের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী।
চয়নিকা চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘কে এস ফিরোজ আঙ্কেল নেই। ৬টা ২০ মিনিটে চলে গেলেন। আহা সাতসকালে কী কষ্ট! আমার অনেক (নাটকে) কাজ করেছেন তিনি। মানতেই পারছি না।’
কে এস ফিরোজের পুরো নাম খন্দকার শহীদ উদ্দিন ফিরোজ। জন্ম ঢাকার লালবাগে।
কে এস ফিরোজের অভিনয় জীবনের শুরুটা হয়েছিল মঞ্চনাটক দিয়ে। নাট্যদল ‘থিয়েটার’-এর সঙ্গে সম্পৃক্ত হয়ে অভিনয় শুরু করেন তিনি।
কে এস ফিরোজ টিভিপর্দায় প্রথম অভিনয় করেন ফখরুজ্জামানের রচনা ও জামান আলী খানের প্রযোজনায় ‘দীপ তবুও জ্বলে’ নাটকে।
টেলিভিশনে কে এস ফিরোজের প্রথম আলোচিত নাটক জিয়া আনসারী প্রযোজিত ‘প্রতিশ্রুতি’।
বাংলা নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও ছিল কে এস ফিরোজের উল্লেখযোগ্য উপস্থিতি। কে এস ফিরোজ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘লাওয়ারিশ’।
কে এস ফিরোজ ১৯৬৭ সালে সেনাবাহিনীতে কমিশন পদে চাকরি শুরু করেন। ১৯৭৭ সালে মেজর পদে চাকরি থেকে অব্যাহতি নেন।