বলাৎকারের পর শিশু হত্যা মামলায় যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
পাবনার ঈশ্বরদীতে সাত বছরের শিশু বলাৎকারের পর হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত রাসেল। ছবি : এনটিভি

পাবনার ঈশ্বরদীতে বলাৎকারের পর রহিম (৭) নামে এক শিশুকে হত্যার দায়ে রাসেল (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড একই সঙ্গে ১১ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত (১)-এর বিচারক শ্যামসুন্দর এ আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি ঈশ্বরদী উপজেলার পাকশি নতুনহাট এলাকায় জগলু শাহর শিশু ছেলে রহিমকে মানিকনগর এলাকায় একটি লিচু বাগানে ঘাস কাটার কথা বলে ডেকে নিয়ে যায় একই উপজেলার রহিমপুর গ্রামের আসাদুল মেকারের ছেলে রাসেল (২০)। সেখানে রাসেল শিশুটিকে বলাৎকারের পর কাচি দিয়ে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় নিহত রহিমের বাবা জগলু শাহ বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

এ মামলায় রাসেলকে গ্রেপ্তার করা হলে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার সময় অভিযুক্ত রাসেল আদালতে উপস্থিত ছিলেন। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি সালমা আক্তার শিলু আর আসামি পক্ষে ছিলেন মকবুল আহমেদ বাবু।