বস্তিতে আগুন লাগে, কিন্তু বস্তিবাসীর পুনর্বাসন হয় না : গয়েশ্বর

Looks like you've blocked notifications!
আজ শনিবার রাজধানীর পল্লবী থানার বাউনিয়া বাঁধসংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : এনটিভি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রতি বছর দেখা যায় বস্তিতে আগুন লাগে। কিন্তু বস্তিবাসীর পুনর্বাসন হয় না। তাদের পুনর্বাসন করা এখন সময়ের দাবি।

আজ শনিবার রাজধানীর পল্লবী থানার বাউনিয়া বাঁধসংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণকালে গয়েশ্বর চন্দ্র এসব কথা বলেন।

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের ব্যর্থতার সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কী দুর্দশা সেটা করোনাকালে বোঝা গেছে। করোনা মোকাবিলায় আমরা খুব একটা সাফল্য পাইনি।‘

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, সংরক্ষিত নারী ওয়ার্ড কমিশনার মেহেরুননেসা, বিএনপির নেতা আশরাফ আলী গাজী, হাজি তৈয়ব, আমজাদ মোল্লা, নজু, বাবুল, সেলিম কাজী সিরাজ, মোতালেব, হারুন, লালন, আলীম, সোয়েব, লাইলি বেগম, পলি, রূপনগর থানা শ্রমিক দলের সভাপতি জুয়েল, শ্রমিকনেতা আব্দুর রব, শাহা, সোহেল প্রমুখ।