বহিষ্কৃত যুবলীগের নেতা কাজী আনিসের স্ত্রীর জামিন

Looks like you've blocked notifications!
ঢাকার মহানগর আদালত। ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমানের স্ত্রী সুমি রহমানকে জামিন দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এনটিভি অনলাইনকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক আগামী ২ ডিসেম্বর পর্যন্ত অন্তবর্তীকালীন জামিনের আদেশ দেন।

নথি থেকে জানা গেছে, গত বছর ২৯ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কাজী আনিসুর রহমান এবং তাঁর স্ত্রী সুমি রহমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান।

এজাহারে বলা আছে,  কাজী আনিসের বিরুদ্ধে ১২ কোটি ৮০ লাখ ৬০ হাজার ৯২০ টাকা এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে এক কোটি ৩১ লাখ ১৬ হাজার ৫০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।