বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ গণধর্ষণ মামলার প্রধান আসামি নিহত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে আবদুল মজিদ (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার মিয়ারবাজার এলাকায় গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। র্যাব বলছে, আবদুল মজিদ একটি চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি।
র্যাব-৭-এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন জানান, বাঁশখালীর মিয়ারবাজার এলাকায় গতকাল রোববার দিবাগত রাতে র্যাবের টহল দলের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি আবদুল মজিদের লাশ উদ্ধার করা হয়।
এ সময় একটি ওয়ান শ্যুটার গান, সাত থেকে আট রাউন্ড গুলি ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলেও দাবি করেন মাহমুদুল হাসান।
র্যাব বলছে, নিহত আবদুল মজিদ গত ২৭ এপ্রিল বাঁশখালী থানায় দায়ের হওয়া একটি গণধর্ষণ মামলার প্রধান আসামি।