বাংলাদেশের কাছে অনেক শেখার আছে : ব্রিটিশ হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার চ্যাটার্টন ডিকসন বলেছেন, ‘২০৫০ সালের মধ্যে কার্বন-নিরপেক্ষ সমাজ গড়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ সময়ের সম্পর্ক আছে। কার্বনের প্রভাব কমাতে আমরা একসঙ্গে ভালো চর্চা চালাতে পারি। মানিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’
চ্যাটার্টন ডিকসন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম একটি সফল দেশ। মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে আমরা সহায়তা করব।’
আজ শনিবার সকালে তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের শিশুপল্লী প্লাস পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
ব্রিটিশ হাইকমিশনার ডিকসন বলেন, ‘কপ-২৬ সামিটে বাংলাদেশের অন্যতম অবদান রয়েছে। বাংলাদেশ জাতীয়ভাবে অনেক কিছু অর্জন করেছে। এ অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় অবদান রয়েছে। আমরা মনে করি, কার্বনবিহীন ভবিষ্যৎ গড়তে পুরো বিশ্ব একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার নিজেদের শক্তি ও পরিকল্পনায় কার্বনবিহীন সমাজ গড়তে যেসব পরিবর্তন করেছে, আমরা সেটিকে স্বাগত জানাই।’
ডিকসন আরও বলেন, ‘শুধু মানবসেবা নয়, উন্নত মানবজাতি গঠনে শিশুপল্লী প্লাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা পরিবার ও সমাজ থেকে হারিয়ে যাওয়া শিশু কিশোরদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ভূমিকা রাখছে। একইসঙ্গে অসহায় নারী ও মায়েদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করতে কারিগরি শিক্ষা প্রদানে অবদান রাখছে। আমি শিশুপল্লী প্লাস-এর এসব কার্যক্রম দেখে খুশি হয়েছি। আমি শিশুপল্লী প্লাসকে সহযোগিতা করার চেষ্টা করব।’
ব্রিটিশ হাই কমিশনার মি. ডিকসন আজ সকাল ১০টার দিকে ‘শিশুপল্লী প্লাস’ পরিদর্শন করে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক কর্মসূচি উপভোগ করেন।
এর আগে তিনি প্রতিষ্ঠানটির তাঁত শিল্প, তৈরীপোশাক শিল্প, হস্ত ও কুটির শিল্প, হাতেভাজা নিরাপদ মুড়ি তৈরি, সবজি উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। পরে নারী ক্রিকেটারদের সঙ্গে ফটোসেশন করে তাদের অভিজ্ঞাত অনুভূতি গ্রহণ ও শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এ সময় ব্রিটিশ হাই কমিশনারের স্ত্রী তেরেসা আলবর, শিশুপল্লী প্লাসের ওভারসিজ ডাইরেক্টর পেট কার, ব্রিটিশ হাই কমিশনের কনসুলার কমার্স ডেরিক গ্রিফিটস, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল কুমার হালদার উপস্থিত ছিলেন।