বাংলাদেশের নির্বাচনে ভারত হস্তক্ষেপ করবে না : দোরাইস্বামী

Looks like you've blocked notifications!
চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফে সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গিলাফ হস্তান্তর করছেন বিক্রম কুমার দোরাইস্বামী । ছবি : এনটিভি

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারত সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। আজ শনিবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফে সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারির ১০৩তম খোশরোজ শরিফ উপলক্ষে রওজায় গিলাফ হস্তান্তরকালে এ মন্তব্য করেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।  তারা তাদের নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে ভারত সরকারের হস্তক্ষেপ করার কিছুই নেই।

বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারির আমন্ত্রণে সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারির ১০৩তম খোশরোজ শরিফ উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে শফিউল বশর মাইজভাণ্ডারির রওজা শরিফে গিলাফ চড়ান। এর আগে তিনি সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারির সঙ্গে তাঁর বাস ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।