বাংলাদেশ আগামীতে করোনার টিকা তৈরি করবে : স্বাস্থ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন আজ শনিবার সন্ধ্যায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানের আগে মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ খামার বাড়িতে বক্তব্য দেন। ছবি : এনটিভি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে টিকা তৈরির প্রস্তুতি নিতে বলেছেন। বাংলাদেশ আগামীতে করোনার টিকা তৈরি করবে। আমরা ইতোমধ্যে টিকা তৈরির কাজও শুরু করে দিয়েছি। ইনশা আল্লাহ আমরা টিকা তৈরি করতে পারব।

আজ শনিবার সন্ধ্যায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানের আগে মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ খামার বাড়িতে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, আপনারা জানেন আমরা বিভিন্ন দেশ থেকে টিকা আনার চেষ্টা করেছি। আপনারা এও জানেন, আমরা এই অঞ্চলে সবচেয়ে আগে টিকার ব্যবস্থা করেছিলাম এবং করেছিও। কিন্তু ভারতের অবস্থা খারাপ হওয়ায় আমাদের ক্রয়কৃত টিকাও আমরা পাইনি। তবে আমরা চীন থেকে, রাশিয়া থেকে এমনকি আমেরিকা থেকেও টিকা আনার জোর তৎপরতা চালিয়ে যাচ্ছি। এ ছাড়া ভারতের হাইকমিশনারের সঙ্গেও টিকা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কথা হয়েছে। ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রীকে টিকা দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেছেন।

করোনা মুহূর্তের সময়কাল নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সমালোচনা করতে দেখেছি। যারা অসুস্থ হয়েছেন তাদেরকে আমরা সাহায্য করতেও সমালোচকদের কাউকে দেখিনি। কাজেই কথার রাজনীতি এখন মানুষে আর গ্রহণ করে না। মানুষ চায় মানুষের পাশে মানুষ যাক। বিশেষ করে দুঃসময়ে। আমাদের জীবনে এমন দুঃসময় আগে আমরা দেখিনি। 

ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম ও মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী।

এ ছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

শুভেচ্ছা অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার।