বাংলাদেশ সৃষ্টির আন্দোলন ছিল গণতন্ত্রের জন্য : আমীর খসরু

Looks like you've blocked notifications!

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। আজ সোমবার সকালে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সুবর্ণজয়ন্তী উদযাপনে গঠিত মিডিয়া কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু বক্তব্য দেন।

চিটাগং ক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ সৃষ্টির আন্দোলন ছিল গণতন্ত্রের জন্য। পরে একদলীয় থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণসহ নানা সংগ্রামের ইতিহাস নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। এসব কারণে সত্যিকারের ইতিহাস জানানোর সঠিক সময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর।

অনুষ্ঠানের সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইতিহাস কখনো চাপা থাকে না। এ জন্য দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে।