বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন

Looks like you've blocked notifications!
বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ বছর পূর্তির বছরটি স্মরণীয় করে রাখতে এবং সেনাবাহিনীর অর্জনকে তুলে ধরতে শুক্রবার ঢাকা আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। ছবি : আইএসপিআর

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর সুবর্ণজয়ন্তী পালন করা হচ্ছে।

এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ বছর পূর্তির বছরটি স্মরণীয় করে রাখতে এবং বাংলাদেশ সেনাবাহিনীর অর্জনকে তুলে ধরতে গতকাল শুক্রবার ঢাকা আর্মি স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রযাত্রা শুরু হয়। ২০২১ সাল বাংলাদেশ সেনাবাহিনী এবং সমগ্র জাতির জন্য একটি বিশেষ গুরুত্ব বহন করে। 

বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রের সেনাবাহিনীপ্রধানেরা শুভেচ্ছা ভিডিও বার্তা প্রদান করেন, যা অনুষ্ঠানটিকে আরো মহিমান্বিত করেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং গণমাধ্যমের উল্লেখযোগ্য ব্যক্তিরাসহ সেনাবাহিনীর সব পদবির কর্মকর্তা, কর্মচারীসহ প্রায় এগার হাজার অতিথি আর্মি স্টেডিয়ামে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন। আগামী দিনের জন্য পেশাগতভাবে আরও চৌকস একটি সেনাবাহিনী গড়ার লক্ষ্যে এ অনুষ্ঠান সবাই অনুপ্রাণিত করবে।