বাংলামোটরে টাইলসের দোকানে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের গাড়ির ছবি তাদের ওয়েবসাইট থেকে নেওয়া
রাজধানীর বাংলামোটরের একটি টাইলসের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে আগুনের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ সন্ধ্যা ৭ টা সাত মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম এই তথ্য এনটিভি অনলাইনেকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বিকেল ৫টা ৫৮ মিনিটে বাংলামোটরের সময় টিভির বিপরীত পাশের একটি টাইলসের দোকানে আগুনের ঘটনা ঘটে। সেখানে তিনটি ইউনিট কাজ করে সাড়ে ৬টায় তা নিয়ন্ত্রণে আনে।
লিমা খানম বলেন, ‘কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’