বাইরে থেকে সিলেট বিভাগে গেলে বাধ্যতামূলক করোনা পরীক্ষা
নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেট বিভাগের চার জেলার বাইরে থেকে কেউ এলে তাঁকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার পাশাপাশি প্রত্যেকের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এই আগন্তুক শুধু বিদেশ নয়, দেশের অন্য জেলা থেকে সিলেট বিভাগে এলে এ পদ্ধতিগুলো অনুসরণ করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট সাতজনের করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে ডা. মঈন উদ্দিনসহ দুজন মারা যান। এ দুজন ছাড়া বাকি পাঁচজনই সিলেটের বাইরে থেকে এ ভাইরাস বহন করে নিয়ে আসে।
ডা. আনিসুর রহমান জানান, সিলেটে এখনো সামাজিক সংক্রমণ শুরু হয়নি। তাই করোনার সংক্রমণ চেইন ভাঙতে সিলেটের স্বাস্থ্য বিভাগ এমন সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুরো সিলেট বিভাগ এখন লকডাউন তথা অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এই সময়ে বাইরে থেকে এখানে প্রবেশ কিংবা এখান থেকে বাইরে যাওয়া নিষিদ্ধ।
স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান আরো বলেন, ‘লকডাউনের ফাঁক গলিয়ে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জায়গা থেকে যারা সিলেটে এসেছেন, তারা কিন্তু বিপজ্জনক হতে পারেন। আমরা বৃহস্পতিবার রাতের মধ্যে বিভাগের প্রত্যেক জেলার সিভিল সার্জনদের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছি। তারা বাইরে থেকে আসাদের পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করবেন।’