বাগেরহাটের কেবি বাজারে উপচেপড়া ভিড়, কেউ মানছে না স্বাস্থ্যবিধি

Looks like you've blocked notifications!
বাগেরহাটের কেবি মাছ বাজারে উপচেপড়া ভিড়, বেশিরভাগ মানুষের মুখে নাই মাস্ক। ছবি : এনটিভি

দীর্ঘদিন সাগরে বন্ধ থাকার পর শুরু হয়েছে জেলেদের মাছ ধরা। সাগর থেকে মাছ ধরা ট্রলারগুলো আজ সোমবার ভোর থেকেই ফিরতে শুরু করেছে বাগেরহাটের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র কেবি বাজারে। আর এ জন্য দীর্ঘদিন পর এই বাজার আবার জমজমাট হয়ে উঠেছে।

একদিকে চলছে কঠোর লকডাউনের চতুর্থ দিন। অপরদিকে দীর্ঘ দিন বন্ধ ছিল মাছ ধরা। তাই এখানে ছিল না তেমন ক্রেতা। কিন্তু আজ থেকে মাছ ধরা ট্রলারগুলো বাগেরহাট জেলার প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র কেবি বাজারে আসতে শুরু করে। তাই ক্রেতা সাধারনের ভিড়ও রয়েছে প্রচুর।

তবে ক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বালাই নাই। এখানে স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে উপেক্ষিত হচ্ছে। অধিকাংশ লোকের মুখে মাস্ক নেই। যা আছে তা সঠিকভাবে ব্যবহার করছে না। মাস্ক ব্যবহার করা নিয়েও দেখাচ্ছেন বিভিন্ন জনে নানান অজুহাত।

কেবি বাজার মৎস্য সমিতির সভাপতি আলহাজ আবেদ আলী জানান, ক্রেতাদের সচেতন করার জন্য সর্বদা চেষ্টা করা হচ্ছে। তিনজন লোক নিয়োগ দেওয়া হয়েছে স্বাস্থ্য সচেতন করার জন্য। এরপরও অনেকে স্বাস্থ্যবিধি মানছে না। তবে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।