বাগেরহাটের চন্দ্রমহলে র্যাবের অভিযান, অতিথি পাখিসহ গ্রেপ্তার ২
বাগেরহাটে মোল্লাহাট উপজেলার একাধিক এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি ও বন্যপ্রাণী জব্দের পাশাপাশি দুইজনকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে অবৈধভাবে বন্যপ্রাণী রাখার অপরাধে চন্দ্রমহল ইকো পার্ককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ সোমবার সকালে পৃথকভাবে এ অভিযান পরিচালিত হয়।
মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়াহিদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন মোল্লাহাটের আড়ুয়াডিহি গ্রামের বাসিন্দা রিপন বারই (৩৮) ও একই গ্রামের শরৎ রায় (৩৬)। গ্রেপ্তারকৃতদের মধ্যে রিপনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও শরৎকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও মো. ওয়াহিদ হোসেন জানান, গোপন সংবাদে অতিথি পাখি শিকারিদের তৎপরতার খবর পেয়ে নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মণ্ডল অভিযান চালায়। অভিযানে পাখি শিকারিদের কাছ থেকে ৪০টি পাখি জব্দ করে অবমুক্ত করা হয়। এ সময় পাখি শিকারের সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, বাগেরহাট সদরের রনজিৎপুরে অবস্থিত চন্দ্রমহল ইকোপার্কে র্যাব-৬ অভিযান চালায়। সেখান থেকে বিপুল বন্যপ্রাণী ও বন্যপ্রাণীর চামড়া জব্দ করে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। চন্দ্রমহল কর্তৃপক্ষকে জব্দকৃত চামড়া ও বন্যপ্রাণীর কোনো বৈধ কাগজপত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় অবৈধভাবে মজুদ রাখা হরিণের চামড়া ছয়টি, ভাল্লুকের চামড়া একটি, কুমির একটি, ক্যাঙ্গারুর চামড়া একটি, তিমির কঙ্কাল একটি, বিদেশি ঘুঘু পাঁচটি, হরিণের শিং ছয়টি, উট পাখি ছয়টি, ময়ূর একটি, মাছমুড়াল পাখি দুইটি, বক সাতটি, বানর পাঁচটি ও দুইটি কচ্ছপ জব্দ করেন।
এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব-৬-এর এসপি মো. মাফুজুর রহমান বলেন, ‘পার্ক কর্তৃপক্ষ অবৈধ উপায়ে প্রাণী ও চামড়া মজুদ করেছে। যার কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি।’
এ সময় উপস্থিত ছিলেন খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিচালক রাজু আহম্মেদ ও কর্মকর্তা তন্ময় আচার্যসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।