বাগেরহাটে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/02/21/bagerhat-pic.jpg)
বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বৈটপুরে ত্রিমুখী সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে খাদে পড়ে গেছে। ছবি : এনটিভি
বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বৈটপুর নামক স্থানে ট্রাক-অ্যাম্বুলেন্স ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে রিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।
আজ সোমবার সকালে মঠবাড়িয়া থেকে খুলনার ইসলামি ব্যাংক হাসপাতালের উদ্দেশে ছেড়ে আসা অ্যাম্বুলেন্স ও পিরোজপুরগামী ট্রাক, রিকশার ত্রিমুখী সংঘর্ষে অ্যাম্বুলেন্স ও রিকশাটি সড়কের দুই পাশে খাদে পড়ে যায়। এ ত্রিমুখী সংঘর্ষের ঘটনাস্থলেই রিকশার যাত্রী দেলোয়ার হোসেন ও হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাত পরিচয় রিকশাচালক মারা যান।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তাদের অ্যাম্বুলেন্সে করে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেন। এ ঘটনায় বেশ কিছু সময় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল।
পুলিশ নিহত রিকশাচালকের পরিচয় নিশ্চিত হতে কাজ করছে বলে জানিয়েছে।