বাগেরহাটে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা একটি কয়লা ভর্তি ট্রাকের পেছনে বেপরোয়া গতিতে চলা পাথর বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় চালক আহত এবং তার সহকারী (হেলপার) নিহত হয়েছেন।
আজ শুক্রবার (৩১ মার্চ) রাত ১২টা ২০ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফলতিতা মৎস্য আড়ৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কয়লা বোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর মোল্লারহাটগামী ড্রাম ট্রাকটি ধাক্কা দেয়। খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন ও মোল্লারহাট ফায়ার সার্ভিস স্টেশন যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। পরে গুরুতর আহত ড্রাইভার শামীমকে (৪০) এবং নিহত সহকারী কালু মিয়ার (৩৫) মরদেহ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে মোল্লারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ‘ঘটনাস্থলে এসে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে।’