বাগেরহাটে সরকারি ১৮ বস্তা চালসহ আটক ১

Looks like you've blocked notifications!
বাগেরহাটের শরণখোলায় জব্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির ১৮ বস্তা চাল। ছবি : এনটিভি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৮ বস্তা চাল পাচারকালে রফিকুল ইসলাম লিটন মুন্সী নামের এক ব্যবসায়ীকে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

আটক লিটন উপজেলার চাল রায়েন্দা গ্রামের মজিদ মুন্সীর ছেলে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তাফালবাড়ী বাজার থেকে তাঁকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন জানান, অধিক মুনাফার আশায় তাফালবাড়ী বাজারের ডিলার তারিকুল ইসলাম তারেক ১০ টাকা কেজির ১৮ বস্তা চাল লিটন নামের একজনের কাছে বেশি দামে বিক্রি করে দেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লিটনের গোডাউন থেকে ওই চাল জব্দ করা হয় এবং ক্রেতা লিটনকে আটক করা হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে আবদুল্লাহ আল-সাইদ জানান, এ ঘটনায় দুজনকে আসামি করে শরণখোলা থানায় মামলা করা হয়েছে। সংশ্লিষ্ট ডিলারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।