বাঘাইছড়িতে পিসিপি নেতাকে গুলি করে হত্যা

Looks like you've blocked notifications!
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত রত্ন চাকমা। ছবি : এনটিভি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) বাঘাইছড়ি কলেজ শাখার নেতা রত্ন চাকমাকে (২০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের বাবুপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রত্না চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) সমর্থিত পিসিপির বাঘাইছড়ি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক।

জেএসএস-এমএন লারমার কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা এ খবর নিশ্চিত করেছেন। তিনি এই হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করেছেন।

সুদর্শন চাকমা দাবি করেছেন, আজ দুপুর ২টার দিকে উপজেলা সদরের বাবুপাড়া একদল সশস্ত্র সন্ত্রাসী হঠাৎ এসে রত্ন চাকমাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফউদ্দিন বলেছেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। পুলিশ ফোর্স সেখানে যাচ্ছে। পৌঁছানোর পর আমরা ঘটনাটি সম্পর্কে নিশ্চিত হতে পারব।’

এদিকে, এ বিষয়ে সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কারো বক্তব্য পাওয়া যায়নি।