বাঘের থাবায় আহত হরিণ সুস্থ করে ছেড়ে দেওয়া হয়েছে বনে
মোংলায় বাঘের থাবায় আহত মায়া হরিণটি চিকিৎসা দিয়ে সুস্থ করে আবারও বনে ছেড়ে দিয়েছে বনবিভাগ। গত সোমবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আওতাধীন বরইতলা টহল ফাঁড়ি সংলগ্ন বনে বাঘের থাবা খেয়ে লোকালয়ে চলে আসে মায়া হরিণটি। এরপর বরইতলা গ্রামের মান্নানের বাড়ি থেকে হরিণটি উদ্ধার করে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে দেওয়া হয় চিকিৎসা।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, সোমবার রাত থেকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার পর আজ বুধবার দুপুরে হরিণটি বনের করমজল এলাকায় ছেড়ে দেওয়া হয়। বাঘের আক্রমণে হরিণটির মাথার শিং, একটি পা ও পিছনের অংশে মারাত্মক ক্ষত হয়েছিল। ওষুধ খাইয়ে ও ড্রেসিং করে ক্ষত শুকানোর পর সুস্থ করে হরিণটি বনে ছাড়া হয়েছে বলেও জানান তিনি।