বাঘ গুনতে সুন্দরবনে বসানো ৮ ক্যামেরা চুরি
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেঁকী এলাকায় বাঘ গণনা কাজের জন্য বসানো আটটি ক্যামেরা চুরি হয়ে গেছে। চলতি বছরে শুরু হয় বাঘ গণনার কাজ। সেজন্য সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ৩৭৬টি ক্যামেরা স্থাপন করা হয়েছিল।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নূর আলম বলেন, ‘বিষয়টি প্রথম নজরে আসে ১১ ফেব্রুয়ারি। ওই দিন সুন্দরবন থেকে মাছ ধরার অপরাধে ১৪ জন জেলেকে আটক করে বনবিভাগ। তাদের কাছ থেকে সন্দেহজনক কয়েকটি ব্যাটারি পাওয়া গিয়েছিল। তবে, কোনো ক্যামেরা পাওয়া যায়নি। জেলেদের অন্য কোনো গ্রুপ কাণ্ডটি ঘটিয়ে থাকতে পারে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ইকবাল হোসাইন চৌধুরী বলেন, ‘বাঘ নিয়মিত চলাচল করার কয়েকটি স্থানে ক্যামেরা বসানো হয়েছিল। এরমধ্যে আটটি ক্যামেরা চুরি হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি।’