‘বাঙালির মহানায়ক বঙ্গবন্ধু ও মৎস্য খাতে উন্নয়ন প্রতিভাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন
কিশোরগঞ্জের ভৈরবে ‘বাঙালির মহানায়ক বঙ্গবন্ধু ও মৎস্য খাতে উন্নয়ন প্রতিভাস’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বইটির মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি ছিলেন ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. হুমায়ুন কবির ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাবেক একান্ত সচিব মো. সাখাওয়াত উল্লাহ মোল্লা।
অনুষ্ঠানের শুরুতে বইটির লেখক সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. লতিফুর রহমান সুজন স্বাগত বক্তব্য দেন। এ সময় তিনি তাঁর বইটি লেখার প্রেক্ষাপট বর্ণনাসহ সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ ছাড়া দেশের মৎস্য খাতে জাতির পিতা বঙ্গবন্ধু গৃহীত নানা উদ্যোগের তথ্যপূর্ণ উপস্থাপনা তুলে ধরেন কৃষিবিদ মো. লতিফুর রহমান সুজন।
প্রধান অতিথির বক্তব্যে প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর বিভিন্ন সময়ে সাক্ষাতের স্মৃতি তুলে ধরেন। এ সময় তিনি জাতির পিতাসহ তাঁর পরিবারের সদস্য এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধী মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।