বাঙালি সংস্কৃতি লালনে এনটিভি অনবদ্য ভূমিকা পালন করেছে : তথ্যমন্ত্রী
গণমাধ্যম দুনিয়ায় ২০০৩ সালের ৩ জুলাই পদার্পণ জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির। দেখতে দেখতে ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ করেছে তরুণপ্রাণ প্রতিষ্ঠানটি।
১৯ বছর পূর্তির এই শুভক্ষণে দর্শক-শ্রোতা ও পাঠকের ভালোবাসাই প্রমাণ করে, সঠিক পথেই আছে এনটিভি। দলীয় দৃষ্টিভঙ্গি ঠাঁই না দিয়ে, নিরপেক্ষতা বজায় রেখে ও সঠিক তথ্য সরবরাহে দৃঢ়প্রত্যয় এনটিভির।
আজ ৩ জুলাই, রোববার এনটিভির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘১৯ বছর পূর্ণ করে ২০ বছরে পদার্পণ উপলক্ষে এনটিভির পরিবারকে আমি অসংখ্য অভিনন্দন জানাই। গত ১৯ বছরের পথচলায় এনটিভি বাঙালির সংস্কৃতিকে লালন করার ক্ষেত্রে এবং সমাজের চিত্র পরিস্ফুটনের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করেছে।’
ড. হাছান মাহমুদ আশা প্রকাশ করে বলেন, ‘আগামী দিনগুলোতে এনটিভি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের ঠিকানায় পোঁছে দেওয়ার ক্ষেত্রে, মুক্তিযোদ্ধাদের স্বপ্নের ঠিকানায় পোঁছে দেয়ার ক্ষেত্রে এনটিভি অনবদ্য ভূমিকা পালন করবে। একই সাথে জাতি গঠনে, সমাজ গঠনে, সমাজের মনন সঠিক খাতে প্রবাহিত করার ক্ষেত্রে নতুন প্রজন্মকে প্রত্যয়ী করার ক্ষেত্রে, সর্বোপরি জাতি গঠনের ক্ষেত্রে এনটিভি মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে অনবদ্য ভূমিকা পালন করবে। এনটিভির জন্য অনেক শুভকামনা।’
দর্শক, শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এনটিভি এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে—বর্ষপূর্তির শুভক্ষণে এমনই প্রত্যাশা।