বাজুসের সাবেক সভাপতিকে সংগঠন থেকে বহিষ্কার

Looks like you've blocked notifications!
বাংলাদেশ জুয়েলার্স সমিতির লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাবেক সভাপতি এনামুল হক খান দোলনকে সংগঠনটি থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বাজুসের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. তানভীর আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বাংলাদেশ জুয়েলারি সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ জুয়েলারি সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সভাপতি এনামুল হক খান দোলনকে বাজুসের দায়িত্বপ্রাপ্ত সব পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা গেছে, এনামুল হক খান দোলনের মালিকানাধীন ডায়মন্ড অ্যান্ড ডিভার্স ও শারমিন জুয়েলার্সের স্বত্বধাকারী। ব্যবসার আড়ালে স্বর্ণ পাচারের সঙ্গে তিনি জড়িত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ বিষয়ে তদন্ত করছে। বর্তমানে তিনি থাইল্যান্ডে অবস্থান করছেন।