বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠান

বানান ভুলের জন্য আয়োজক কমিটি ক্ষমা চেয়েছে : শেখ সেলিম

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। ছবি : এনটিভি

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে অনিচ্ছাকৃত বানান ভুলের জন্য আয়োজক কমিটি ক্ষমা চেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্‌যাপনের প্রস্তুতি সভায় আজ শনিবার দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান। শেখ সেলিমের সভাপতিত্বে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শেখ সেলিম বলেন, ‘এটা যে ভুল হয়েছে, তা নাসের সাহেব বলেছেন—এটা ভুল হয়েছে এবং তিনি দুঃখ প্রকাশও করেছেন।’ ভুল স্বীকার করে আর দুঃখ প্রকাশ করলে সেখানে আর কী কার্যকরী ব্যবস্থা হবে বলে মন্তব্য করেন শেখ সেলিম।

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ১০ জানুয়ারি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ ও ১২ জানুয়ারি আলোচনা অনুষ্ঠান এবং ১৩ থেকে ১৭ জানুয়ারি টুঙ্গিপাড়ায় পাঁচ দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মালদ্বীপ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝালকাঠির লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার খোঁজ-খবর রাখছেন বলে জানান শেখ সেলিম।