বান্দরবানের জেলা প্রশাসক ও চিকিৎসকের করোনা শনাক্ত

Looks like you've blocked notifications!
বান্দরবানের জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম। ফাইল ছবি

বান্দরবানের জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম ও বেসরকারি হিলভিউ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. কামরুলের করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানান, কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের পরীক্ষায় বৃহস্পতিবার দুজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাঁরা হলেন জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম ও হিলভিউ হাসপাতালের আরএমও মো. কামরুল। এ নিয়ে বান্দরবান জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন বলেন, ‘মহামারি করোনাভাইরাসের সংক্রমণের প্রথম থেকেই জনগণের সেবায় মাঠে ছিলেন জেলা প্রশাসক। সরকারি বিভিন্ন সাহায্য-সহযোগিতা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কষ্ট করেছেন। মাঠে কাজ করতে গিয়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন স্যার। আক্রান্তরা সবাই সুস্থ হয়ে উঠবেন আল্লাহর রহমতে।’