বান্দরবানে এনজিওকর্মীর করোনা শনাক্ত
বান্দরবানের লামা উপজেলায় এক এনজিওকর্মীর করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার ৩৯০ জনের নমুনা পরীক্ষায় নয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলায় তিন নারীসহ পাঁচজন, লামায় এক নারীসহ দুজন ও থানচিতে দুজন। তবে স্বস্তির খবর হচ্ছে, বান্দরবান জেলায় করোনা শনাক্ত হওয়া প্রথম রোগী সুস্থ হয়ে এরই মধ্যে বাড়ি ফিরে গেছেন।
লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহামুদুল হক বলেন, নতুন আক্রান্ত রোগী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এনজিও ইপসার একজন কর্মী। তাঁর বাড়ি লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা গ্রামে। তিন দিন আগে তাঁর পাঠানো নমুনা পরীক্ষায় গতকাল মঙ্গলবার রাতে পজিটিভ আসে। আজ বুধবার প্রশাসন ও পুলিশের সহযোগিতায় তাঁর বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, ‘জেলার সাতটি উপজেলা থেকে এ পর্যন্ত ৬২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজারের দুটি পরীক্ষা কেন্দ্র থেকে ৩৯০ জনের রিপোর্ট আমরা পেয়েছি। তার মধ্যে নয়জনের পজিটিভ, অর্থাৎ করোনা আক্রান্ত রোগী পেয়েছি। বাকি রিপোর্টগুলোর রেজাল্ট এখনো পাইনি। শনাক্ত রোগীদের বাড়ি প্রশাসন, পুলিশের সহযোগিতায় লকডাউন করা হয়েছে। জেলায় ছয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বান্দরবান হাসপাতালে মোট ১০০টি আইসোলেশন বেড প্রস্তুত রয়েছে। এরই মধ্যে আইসোলেশনে চিকিৎসাধীন রোগী আছে ছয়জন।’