বান্দরবানে কঠিন চীবর দানোৎসব শুরু

Looks like you've blocked notifications!
বান্দরবানের কালাঘাটা আজুগুহা বিহারে কঠিন চীবর দানোৎসবে বৌদ্ধ ভিক্ষুদের চীবর কাপড় তৈরির জন্য জড়ো হয়েছে বৌদ্ধ ধর্মালম্বী নারীরা। ছবি : এনটিভি

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের কঠিন চীবর দান উৎসব শুরু হয়েছে। আজ শুক্রবার বান্দরবানের কালাঘাটা আজুগুহা বৌদ্ধ বিহারে বৌদ্ধ ভিক্ষু ভান্তেদের চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবে বৌদ্ধ ধর্মালম্বী নারীরা চর্কার মাধ্যমে তুলা থেকে সুতা তৈরি করে নতুন সুতায় রঙ লাগিয়ে চীবর কাপড় বুনে বৌদ্ধ ভিক্ষুদের বিতরণ করেন।

বৌদ্ধ ধর্মালম্বীরা জানায়, তিন মাস বর্ষাবাসের (উপুস) পর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা কঠিন চীবর দান উৎসব পালন করে। এই উৎসবে পাহাড়িরা ২৪ ঘণ্টার মধ্যে নতুন তুলা থেকে চর্কার মাধ্যমে সুতা তৈরি করে ধর্মীয় গুরু বৌদ্ধ ভিক্ষুদের পরিধানের জন্য চীবর কাপড় বুনে দান করেন। কোনো ধরনের সেলাই ছাড়া তৈরিকৃত চীবর (কাপড়) ক্যায়াংয়ে (বৌদ্ধ বিহার) ভিক্ষুদের বিতরণ করা হয়।

কঠিন চীবর দানোৎসব উদযাপন কমিটির দায়িত্বশীল উজ্জল তঞ্চঙ্গ্যা বলেন, ‘প্রায় দুই  হাজার বছর আগে গৌতম বুদ্ধের মহা পূণ্যবতী নারী বিশাখা দেবী পূর্ণিমার এই তিথিতে এই কঠিন ব্রত পালন করে গৌতম বুদ্ধকে চীবর দান করেছিলেন। সেই থেকে প্রতি বছর বান্দরবানে বিভিন্ন বিহারে ব্যাপক আয়োজনে কঠিন চীবর দানোউৎসব পালন করে আসছে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন। পাহাড়ের বিভিন্ন বিহারগুলোতে মাসব্যাপী চলবে এই উৎসব।’