বান্দরবানে চাঁদাবাজির মামলায় যুবকের কারাদণ্ড
বান্দরবানে দ্রুত বিচার আইনে করা চাঁদাবাজির মামলায় ওয়াসেন ত্রিপুরা (২২) নামের এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে বান্দরবান দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুর রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ওয়াসেন ত্রিপুরা জেলা সদরের কালাঘাটা এলাকার বাসিন্দা। তিনি নিজেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সংস্কারপন্থি এমএন লারমা গ্রুপের সদস্য বলে দাবি করেন।
আদালত সূত্রে জানা যায়, আসামি ওয়াসেন ত্রিপুরা নিজেকে জেএসএসের সদস্য ও জেলা কালেক্টর শাখার পরিচালক পরিচয় দিয়ে ব্যবসায়ী ও সাংবাদিক এইচ এম সম্রাটের কাছ থেকে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে অপহরণ ও হত্যার হুমকিও দেওয়া হয়। গত ৫ জুলাই ওয়াসেন ত্রিপুরা বান্দরবান বাজারের বনফুলের সামনে সম্রাটের কাছ থেকে চাঁদা নিতে আসেন। এ সময় সেনাবাহিনী ও পুলিশের অভিযানে চাঁদার টাকাসহ হাতেনাতে ওয়াসেন ত্রিপুরা ও অংথোয়াইচিং মারমা নামের দুজনকে আটক করা হয়।
এ ঘটনায় সাংবাদিক ও ব্যবসায়ী এইচ এম সম্রাট বাদী হয়ে দ্রুত বিচার আইনে বান্দরবান সদর থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। মামলায় দীর্ঘ সাক্ষী ও শুনানি শেষে আজ বিকেলে আসামি ওয়াসেন ত্রিপুরাকে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। অন্য আসামি অংথোয়াইচিং মারমাকে খালাস দেওয়া হয়।