বান্দরবানে ট্রাক উল্টে বিজিবি সদস্যের মৃত্যু
বান্দরবানে মাল বোঝাই ট্রাক উল্টে মো. জমিরুল নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় আরো দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান-কেরানীহাট সড়কের মানুরটেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই একটি ট্রাক রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মো. জমিরুল নামের এক বিজিবি সদস্যের মৃত্যু হয়। সে বিজিবি বরকল ৪৫ ব্যাটেলিয়নের সদস্য বলে জানা গেছে। এ সময় আরো দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় এক বিজিবি সদস্য মারা গেছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। হতাহতদের উদ্ধার করে বায়তুল ইজ্জত বিজিবি হাসপাতালে নেওয়া হয়েছে।