বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক কারবারি’ নিহত

Looks like you've blocked notifications!
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে নিহত আবদুর রহিম। ছবি : সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে আবদুর রহিম (২৫) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। বিজিবির দাবি, নিহত আবদুর রহিম মাদক কারবারি ছিলেন। উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহিম কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী ছিলেন।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বাইশফাঁড়ি সীমান্ত পথে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল ইয়াবা পাচারের সময় বিজিবির দুটি দল অভিযান চালায়। এ সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩৬ নম্বর পিলারের কাছাকাছি এলাকায় মাদক চোরাকারবারি দলের সঙ্গে বিজিবির গোলাগুলি হয়। গোলাগুলিতে আবদুর রহিম নামের এক মাদক কারবারি নিহত হন।

বিজিবি বলছে, ঘটনাস্থল থেকে একটি দুই নলা বন্দুক, চারটি গুলি ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জব্দ করা মাদকের বাজারমূল্য আনুমানিক ১২ কোটি টাকা বলে দাবি বিজিবির।

বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ‘অভিযান চলাকালে মাদক চোরাকারবারির গুলিতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি মারা গেছেন।’