বান্দরবানে ম্যাটসের নির্মাণ কাজের উদ্বোধন
বান্দরবানের মানুষের দৌড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মেডিকেল অ্যাসিসস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর উপজেলার রেইচা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগীয় তত্বাবধায়ক মো.শকিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, রেইচা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচ প্রু মারমা সাবুসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘পার্বত্যবাসীর উন্নয়নে আন্তরিক সরকার। পাহাড়ের মানুষ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সবক্ষেত্রেই এগিয়েছে। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় আজ পার্বত্য অঞ্চলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। যার সুফল পাচ্ছে পাহাড়ের সাধারণ জনগণ। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে, বান্দরবান সদর উপজেলার রেইচা এলাকায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ৩০ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে তিন একর জায়গাজুড়ে আটটি ভবন নির্মাণ করা হবে আর এই ভবনগুলো নির্মাণ হলে মেডিকেল অ্যাসিসস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) কার্যক্রম শুরু হবে।