বাবার বাড়ি যাওয়া হলো না গৃহবধূ সোনালীর
পাবনা-ঢাকা মহাসড়কে আকিজ জুট মিলের সামনে ইটবোঝাই ট্রলির চাপায় সোনালী খাতুন নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোনালী খাতুন (২৫) আতাইকুলা থানার গাঙ্গহাটি গ্রামের মো. শাকিল হোসেনের স্ত্রী।
পাবনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কার সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূ সোনালী খাতুন তাঁর স্বামী শাকিলকে নিয়ে মোটরসাইকেলে বনগ্রামে বাবার বাড়ি যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সোনালী খাতুন ছিটকে মহাসড়কের উপর পড়ে যান। অপর দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি সোনালী খাতুনকে পিষ্ট করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই আবু ব্ক্কার সিদ্দিক।