বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ রেজাউর রহমান। আজ বুধবার বার কাউন্সিলে অনুষ্ঠিত নতুন নির্বাচিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রথম সভায় তাকে নির্বাচিত করা হয়। বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ বুধবার বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. আফজাল উর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বার কাউন্সিল আদেশ ১৯৭২ এর ৬(৩) অনুচ্ছেদ অনুযায়ী সৈয়দ রেজাউর রহমানকে বার কাউন্সিলের ভাইস চেযারম্যান ও ১১ (বি) অনুচ্ছেদ অনুযায়ী বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বার কাউন্সিল আদেশ ১৯৭২ এর ৬(৩) অনুচ্ছেদ অনুযায়ী ১১(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনটি স্ট্যান্ডিং কমিটির মধ্যে মোখলেসুর রহমান বাদল এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, রবিউল আলম বুধুকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান, আব্দুল বাতেনকে লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
এ ছাড়াও একরামুল হককে ল রিফর্ম কমিটির, এ এফ এম মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির, আনিস উদ্দিন আহমে শহিদকে হাউস কমিটির, মো. জালাল উদ্দিন খানকে রিলিফ কমিটির, মো. আব্দুর রহমানকে রোল এন্ড পাবলিকেশন্স কমিটির, মোহাম্মদ সাঈদ আহমেদ রাজাকে কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।