বাসস্ট্যান্ডে ঢাকাগামী মানুষের ভিড়, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

Looks like you've blocked notifications!

বেসরকারি চাকরিজীবীদের ছুটি শেষ। ঢাকার কর্মস্থলে যেতে ঝালকাঠির বাসস্ট্যান্ডগুলোতে অনেক লোক জটলা বেঁধে অপেক্ষা করছেন। সামাজিক দূরত্ব মানছে না কেউ। এতে স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে।

আজ শনিবার সকাল থেকে কর্মস্থলে যোগ দিতে ঢাকামুখী এসব মানুষ ছুটছেন মোটরসাইকেল, টেম্পো, মাহিন্দ্রসহ নানা ছোট যানবাহনে। এতে করে নানা জেলার বাসিন্দারা চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। ভেস্তে যাচ্ছে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা। এসব জটলার কারণে ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানের হাটবাজার ও গাড়ির স্ট্যান্ডে লোকসমাগম বেড়েছে।

জেলা প্রশাসক জোহর আলী জানান, ঘর থেকে কেউ জরুরি প্রয়োজন ছাড়া বের হলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।