বাসের ধাক্কায় প্রাণ হারাল মেধাবী শিশু

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাসের ধাক্কায় শিশু নিহতের ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : এনটিভি

বাবা, মা ও ভাইকে নিয়ে কিশোরগঞ্জ থেকে বাড়ি ফিরছিল সারিকা (১১)। কিছুদিন আগেই প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল সে। আজ রোববার বাসের ধাক্কায় প্রাণ হারাল মেধাবী এই শিশুটি।

আজ রোববার কিশোরগঞ্জ-ভৈরব সড়কের বানিয়াগ্রাম বাজারে ওই দুর্ঘটনা ঘটে। বাবা-মা ও ভাইসহ সারিকা একটি সিএনজিচালিত অটোরিকশায় ছিল। পেছন থেকে একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় আহত হয়েছেন সারিকার বাবা ওয়াসিম মিয়া, মা রুনা আক্তার ও ছোটভাই সাদ।

কটিয়াদী হাইওয়ে থানার পরিদর্শক বিএম জহুরুল ইসলাম জানান, সকালে সারিকাকে নিয়ে তার মা, বাবা ও ছোটভাই চিকিৎসার জন্য কিশোরগঞ্জে যান। চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশায় তাঁরা বাড়ি ফিরছিলেন। বানিয়াগ্রাম এলাকায় পৌঁছালে শ্যামল ছায়া পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু সারিকার মৃত্যু হয়।

আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওই দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ পরিদর্শক বিএম জহুরুল ইসলাম আরো জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।