বাসে অর্ধেক ভাড়া চালুর দাবিতে রাজধানীর বনানীতে সড়কে শিক্ষার্থীরা

Looks like you've blocked notifications!
বাসে অর্ধেক ভাড়া চালুর দাবিতে মঙ্গলবার রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বনানী বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

বাসে অর্ধেক ভাড়া চালুর দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছে বনানী বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা। সড়কে দাঁড়িয়ে তারা নানা ধরনের স্লোগানও দিয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা বনানী পোস্ট অফিসের সামনে সড়ক অবরোধ করে।

ঢাকা মহানগরা পুলিশের (ডিএমপি) বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর এনটিভি অনলাইনকে বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আমাদের আলাপ চলছে। ফলে, শিক্ষার্থীরা এখন তাদের বিদ্যানিকেতনের ক্যাম্পাসের মধ্যে অবস্থান নিয়েছে। এতে যানজটও কমে এসেছে সড়কে। তাদের দাবি, বাসে হাফ পাস নিতে হবে।’

জানা গেছে, মঙ্গলবার বনানী পোস্ট অফিসের সামনে সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সে সময় শিক্ষার্থীদের হাতে ‘হাফ পাস চাই’ ও ‘হাফ পাস ভাড়া নিয়ে, টালবাহানা চলবে না’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। এ নিয়ে তারা স্লোগান দিচ্ছে।

মো. আলমগীর বলেন, ‘বনানী বিদ্যানিকেতনের শিক্ষক, পুলিশ ও শিক্ষার্থীরা একসঙ্গে বসেছে। আলোচনা চলছে। আপাতত পরিস্থিতিও শান্ত রয়েছে।’