বাসে যৌন হয়রানি : চালকের সহকারী রিমান্ডে
রাজধানীতে বিকাশ পরিবহনের চলন্ত বাসে এক ছাত্রীকে যৌন হয়রানির মামলায় চালকের সহকারী কাওসার আহম্মেদের দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামি কাওসারকে হাজির করে পাঁচ দিন রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার বাসচালক মো. মাহবুবুর রহমানকে এক দিনের রিমান্ডের আদেশ দেন সিএমএম আদালত। একই দিন বিকেলে সাভারের আশুলিয়া থেকে চালকের সহকারী কাওসার আহম্মেদকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী নারী তাঁর ফেসবুকে ঘটনা সম্পর্কে স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি জানান, পড়াশোনার পাশাপাশি তিনি একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করেন। তিনি কাজ শেষ করে আজিমপুরের বাসায় ফেরার জন্য গত রোববার রাত সাড়ে ৮টার দিকে ধানমণ্ডি থেকে বাসে উঠেছিলেন। বাসে তখন অনেক যাত্রী ছিল। বাসে বসে থাকতে থাকতে তাঁর খানিকটা ঝিমুনি এসেছিল। হঠাৎ তাঁর হাঁটুর ওপরে কারও হাতের স্পর্শে তাকিয়ে দেখেন, পুরো বাস খালি। বাসের সব লাইট বন্ধ। পাশে একজন বসা। পরে তাঁকে সজোরে ধাক্কা দিয়ে বাস থামানোর জন্য চিৎকার করেন। কিন্তু, চালক বাস থামায়নি।
পরে ওই নারী সামনের দিকে এগোতে গেলে হেলপার দুই হাত দিয়ে তাঁর মুখ ও হাত চেপে ধরে। ধস্তাধস্তির নিজেকে ছাড়িয়ে বাসের দরজা দিয়ে লাফ দেন।
এ ঘটনায় প্রথমে চালক ও পরে চালকের সহকারী গ্রেপ্তার হন।